দীনবন্ধু রে আমার দিন গণে দিন ফুরায়ে এলো।
আমি চির দিন পরাধীন হয়ে রে কেবল পরের ভাবনায় দিন গেলো।।
কতো কাল করলাম দিন যাপন
আজ না হয় কাল করবো সাধন;
ক্রমে আঁটে মায়ার বাঁধন
যারে নিত্য ভেবে চিত্তে রাখি শেষে সব দেখি এলোমেলো।।
অসার পশারের রাজ্যে
মন ভ্রমে সংসারের কার্যে;
কি যেন কি আছে তার যে ঘুরে সারা হলো
আমি বুঝলাম না সংসারে বাণিজ্যেরে কি পেতে হায় কি পেলো।।
পড়িয়াছি অনেক দূরে
কতো কাল বেড়াব ঘুরে;
ছায়ার খেলা মায়ারপুরে খেলবো কতো কাল
আমি সকল খেলা ভুলে যাবো রে যদি তুমি করুণার আঁখিমেলো।।
জীবনে ডাকি নাই কভু
ফিরায়ে দিয়োনা প্রভু;
যে কয়টা দিন আছে তবু ধরে আমায় তোল
পাগল বিজয় কয় মোর বক্ষে রইলো রে তারে না পাওয়ার দু:খের শেল।।