দিন গেলে আর দিন পাবে না ভাটা যদি লয় যৌবন
থাকতে খোদা প্রেম শুধা পান কররে পাগল মন।।
আসমানে জমিনে পিরিত অনন্তকাল ধরিয়া
সময় মত রোদ বদলে রাখে শান্ত করিয়া
তা নাহলে ফলে ফুলে শোভিত না এ ভুবন।।
পর্বত গিরিতে অটল সমুদ্রের সাথে
তাইতে পানি বাস্প হয়ে উঠে গিয়া তার মাথে
সেথায় গিয়া মেঘ বাধিয়া হয়রে ভারি বরষণ।।
সংসার সাগর মাঝে নাও বাইয়া যাও সবজনা
এপার হতে ওপার গেলে কেউ নাহি আর কারে পায়
ঘূর্ণিপাকে লাকে লাকে ডুবে সেথায় হয় মরন।।
পিরিতে হয় জঙ্গল বাসি মুনিঋষি আওলিয়া
সারাজীবন কাটায় তারা গাছ তলাতে বসিয়া
পাইলো কি ধন কইলো নারে, তাই কাঁন্দে জালালের মন।।