দিন ত ফুরায়ে গেল, সেদিন এল,
উপায় কি রে হবে এখন।
সেই মাতৃগর্ভ হতে তোর পশ্চাতে, ফিরিতেছে যে কাল শম ;
সে ত রে কাল পাইয়ে, পাছ ছাড়িয়ে,
সম্মুখে দিল দরশন। ( পরমায়ু শেষ দেখিয়ে )
ওরে জীব! তাই যে সুধাই, ও কার দোহাই, দিবি কাল করিতে বারণ ;
শমন তোর পদ পদার্থ, ধন অর্থ,
কোন কথা করবে না শ্রবণ ( জাতিকুল বিদ্যা যশের )
হরির চরণ-নির্মাল্য, নাই তার তুল্য, শমন করিতে দমন ;
ফিকির কয় সেই অমূল্য, সুনির্মাল্য
মাল্য কণ্ঠে কর ধারণ, ( নইলে শমন-ভয় যাবে না )
কাঙ্গাল কয় রে নির্মাল্য, ছেড়ে মাল্য, অন্য মাল্য পরে যে জন ;
সে মাল্য শ্মশানতলে, ছিঁড়ে ফেলে,
তাতে হয় না শমন দমন। ( নির্মাল্য-মাল্য বিনে )।