দিন থাকতে মুর্শিদরতন চিনে নে না
এমন সাধের জনম,
বয়ে গেলে আর হবে না।।
মুর্শিদ আমার বিষয়াদি
মুর্শিদ আমার দয়াল নিধি,
পারে যেতে ভব নদী
ভরসা ওই চরণখানা।।
কোরানে সাফ শুনিতে পাই
আলিয়েম মোর্শেদ সাঁই,
ভেবে বুঝে দেখ মনরায়
মুর্শিদ সে কেমন জনা।।
মুর্শিদ বস্তু চিনলে পরে
চেনা যায় মন অচেনারে,
লালন কয় সে মূলাধারে
নজর হবে তৎক্ষণা।।