দিন থাকিতে কর রে মন
দিনের আয়োজন
কি জবাব দিবি তারে
সাঁই তোরে জিগাবে যখন।।
নামের বড়ি ভক্তি করি
এনেছো কি সঙ্গে করি
তোরে নিবেনা সাঁই
জগৎ গো-সাঁই
ওর কম হইলে ভজন
কি জবাব দিবি তারে
সাঁই তোরে জিগাবে যখন।।
ভাল মন্দের হিসেব হবে
কোথায় কি করেছো কবে
সাঁই নিজে কাজী হবে
এলো কোরানের বচন
কি জবাব দিবি তারে
সাঁই তোরে জিগাবে যখন।।
নগদ হিসাব নাইরে বাকি
কবে কারে দিলে ফাঁকি
পাঞ্জেগানা করেছো নাকি
করেছো শ্রী গুরু ভজন
কি জবাব দিবি তারে
সাঁই তোরে জিগাবে যখন।।
ইব্রাহীমের নাই সেই বন্দিগী
কলঙ্কে গেলো জিন্দেগী
মাতাল রাজ্জাকে কয় ভাবলে হয় কি
ও ঘণ্টা বাজিলো ঠনঠনে
কি জবাব দিবি তারে
সাঁই তোরে জিগাবে যখন।।