দিন দুনিয়ার অচিন মানুষ আছে একজনা
দিন দুনিয়ার অচিন মানুষ আছে একজনা।
কাজের বেলায় পরশমণি
অসময়ে তারে চেন না।।
নবী আলী এই দুইজনা
কলমাদাতা কুল আরফিনা,
বেতালিমে মুরিদ সে না
পীরের পীর হয় জান না।।
যেদিনে সাঁই নৈরাকারে
ভেসেছিলেন একেশ্বরে,
সেই অচিন মানুষ এসে তারে
দোসর হল তৎক্ষণা।।
কেউ তারে জেনেছে দড়
খোদার ছোট নবীর বড়,
লালন বলে নড়চড়
সে নইলে কূল পাবা না।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….