ভবঘুরেকথা

জানি গো, দিন যাবে এ দিন যাবে।
একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥

পথের ধারে বাজবে বেণু,
নদীর কূলে চরবে ধেনু,
আঙিনাতে খেলবে শিশু,
পাখিরা গান গাবে–
তবুও দিন যাবে এ দিন যাবে ॥

তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন
আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা
শুনিয়েছিল তারার কথা,
পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি-
তোমার কাছে আমার এই মিনতি ॥

সাঙ্গ যবে হবে ধরার পালা
যেন আমার গানের শেষে
থামতে পারি শমে এসে-
ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
এই জীবনের আলোকেতে
পারি তোমায় দেখে যেতে,
পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা-
সাঙ্গ যবে হবে ধরার পালা ॥

……………………
রাগ: রামকেলী-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯১৩
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!