দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী।
রসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী।।
পড়িলে আউজুবিল্লা
দূরে যায় কি লানতুল্লা,
মুর্শিদরূপ যে করে হিল্লা
শংকা যায় তারই।।
অসৎ অভক্তজনা
তারে গুপ্তভেদ বলো না,
বলিলেও সে মানিবে না
করবে অহংকারী।।
জাহের কথা সব সফিনায়
গুপ্তভেদ সব দিলাম সিনায়,
এমনি মতন তোমরা সবাই
দিও সবারই।।
খলিফা আউলিয়া রইলে
যে যা বোঝে দিও বলে,
লালন বলে রসুলের এই
নসিহত জারী।।