দিবানিশি থেকো সবরে বা-হুসিয়ারী।
রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি।।
পড়িও আউজুবিল্লা
দূরে যাবে লানত উল্লা,
মুরশিদরূপ করিলে হেলা
শষ্কা যায় তারই।।
জাহের বাতেন সব ছফিনায়
পুসিদার ভেদ দিলাম ছিনায়,
এমনি মত তোমরা সবায়
বল সবারই।।
অবোধ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বলো না,
বলিলে সে মানিবে না
করবে অহষ্কারী।।
তোমরা সব খলিফা রইলে
যে যাহা বোঝে দিও বলে,
লালন বলে রাসুলের
এ নছিহত জারী।।