দিল কাবাতে পুঁজা করি, বসাইয়া দয়াল তোরে।
স্বর্গ নরক যেথায় রাখো, ভয় করি না অন্তরে।।
ওরে.. যে রূপ ছিলো গঞ্জজাতে, প্রকাশে আদম ছোরাতা
পীরের সেফাত হইয়া এছমে জাতে, স্বরূপেতে রূপ ধরে।।
ওরে.. আহাদ নামে নিরাকারে, আহাম্মদী অজুদ ধরে
এছমে আজম বলে তারে, মুর্শিদ বলো যাহারে।।
ওরে..পীরের বাক্য এছমে আজম, জিব্রাইল আন্তেছে হরদম
পীরের রূহুল কুদ্দুস রাখছে সে ধন, পীর মুর্শিদের দরবারে।।
ওরে..যে ধরে নাই নায়েবে রাসুল, তার এবাদত হয় না কবুল
হাসান কয় তার একুল সেকুল, দুই কুল যাবে একবারে।।