দীনের দরদিরে দীনের দু:খ দেখে যাও,
ঘুরি পথের বাঁকে ঘূর্ণিপাকে রে
যেমন কাণ্ডারিহীন নাও।।
অসীমের এক যাত্রী আমি অচীন পথের পর
এলাম কোথা হতে কোথা আবার যাবো ইহার পর;
আমি ঘুরে মরি দিগ গিন্তর রে
তুমি একবার ফিরে চাও।।
অজানা এক ব্যথার আঘাত লাগে বুকে এসে
পাই না বুঝে পাই না খুঁজে ঘুরি নিরুদ্দেশে;
আমি কোন পথে যাই তোমার দেশে রে
আমায় পথ দেখাইয়া দাও।।
কূলহারা অকূল দরিয়ায় ধরিলাম পাড়ি
আমার তরি দোলে মরণদোলায় লেগে জলেরবাড়ি;
দয়াল তুমি অকুল কাণ্ডারি রে
এসে হাল ধরে দাঁড়াও।।
পাগল বিজয় বলে, অন্তর্যামী অন্তরদেবতা
আমার চেয়ে বেশি জানো আমার মনের ব্যথা;
আমি জানাই শুধু দু:খের কথা রে
আমার পোড়া বুক জ্বালাও।।