দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা।
প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা।।
তুমি হইলায় দেশান্তরী আমি রইলাম একা
মধুমাখা মুখখানি তার নয়ন দুটি বাঁকা
মনে লয় উড়িয়া যাইতাম যদি হইত পাখা
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
কাঙালিরে দিও দেখা দুঃখিনী জানিয়া।।
দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা।
প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা।।
তুমি হইলায় দেশান্তরী আমি রইলাম একা
মধুমাখা মুখখানি তার নয়ন দুটি বাঁকা
মনে লয় উড়িয়া যাইতাম যদি হইত পাখা
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
কাঙালিরে দিও দেখা দুঃখিনী জানিয়া।।