(তাল-গরখেমটা)
দুঃখ হয় যার কর্ম্ম ফেরে- দুঃখ হয় যার কর্ম ফেরে।
ভক্তি মুক্তি তপঃস্বর্গ নিরসন তাই হয়ে যায় রে।।
তিন প্রকার আছে নারী, এ ভব সংসার ভরি,
সাধ্বী, ভোগ্য, কুলটা নারী, তাহারা এই তিনটি নাম ধরে।
পরকালের ভয়ে কেহ, সাধ্বী নারী হয় রে
ও তার পতির মনকে তুষে সদা, অতি যত্ন সহকারে।।
আপনার যশ কীর্ত্তি, রটাবার জন্য অতি,
কাম বশ রাখিতে সতী, বসিয়ে পতি সেবা করে।।
ভোগ্যা নারী চলে ভারী, বস্তু অলংকারে,
বিলাসিতার অনুগত হয়, পতির সেবা করে।
কুলটা রমনী যারা, অন্তরে কপট করা,
অবনী মাঝার তারা, ঐ রূপে পতি সেবা করে।
বশ্যতা দেখায়, পতিরে তায়, দুর্বুদ্ধি অন্তরে,
কামবশে অন্য পুরুষ, মনে মনে বাঞ্ছা করে।।
আত্মরাম জনে যাহা, বুঝিতে পারে তাহা,
অন্য জনে নাহি তাই, কখনে বুঝিতে না পারে।
হরিগোসাইর বচন, দীনা দুর্জ্জন, মরিসনে কাম শরে,
তুই অনুরাগ ধনুক শর নিয়ে, দাঁড়িয়ে থাক রূপের দ্বারে।।
…………………………………
রাগিনী-উল্টাকেশী