আফতাব-মাহতাব দুই সেতারা জানিবে
একের নাম ‘আছদ’, তুমি দেলেতে জানিবে।।
দু:খের যেইসা বিজলী তাহার নিদান
দেলেতে বুঝিয়া দেখ তাহারই সন্ধান
আফতাব আসমানে থাকে মাহতাব থাকে তার সাথে।।
দুইজনা ঘুমিতেছে মিলে দিন রাত
‘ছয় তাল ছোমবলা’ দুই সিতারার নাম
দুই ফেরেস্তা মোদাম, আসমান-জমিন ঘমিতেছে।।
দিন-রাত দুই ফেরেস্তা আছে নেগাবান
নীচে উপর ঘুরিতেছে চরকার মেছাল।
ফকির চাঁদ কয়, ‘সন্ধান জানা সামান্য নয়
দু’জনা ফেরেস্তা তাতে হালে হাল লাগা আছে।।