হরি দু:খ দাও যে জনরে।
যার কপালে নাই সুখ, বিধাতা বৈমুখ
দু:খ বিনা সুখ নাই সংসারে।।
জলে ঘর বাঁধি জলে ধরে আগুন
পোড়ে কোঠা বাড়িঘর,
ছোটে টালি চুন, যার কপালে যখন
লাগাওহে আগুন, লোহার বরগা ঘুনে জ্বারে।।
কষে মেজে কেনে চাঁদি সোনা
কপাল গুণে হয় দস্তা সীসা তামা
বাণিজ্যেরর আশে
যায় দূর দেশে।।
হীরার দরে কেনে জিরে
পূর্বকার ধন গাড়া থাকে ঘরে,
ভাগ্যক্রমে যায় স্থান অন্যতরে
দলিলপত্র আদি উইয়ে জ্বারে।।
ক্ষেতে না হয় শস্য বৃক্ষে না হয় ফল
দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল,
জলকার তার নাহি থাকে জল
শেষে জলাভাবে মৎস্য মরে।।
অগ্রে তাহার ঘরে প্রবেশ করে ব্যাধি
মরে পুত্র পৌত্র আদি,
জামাতা কন্যা দৌহিত্র থাকে যদি
পোষ্য পুত্র আগে মরে।।
অবশেষে পাপখনে এসে জোটে
সুদের দায়ে যায় জমি-জমা ভিটে,
নীলকণ্ঠ কয়, কথা মিথ্যা নয়
খেটে খেয়ে পেট না ভরে।।