দেখ ভাই জলের বুদ্ বুদ্, কিবা, অদ্ভুত, দুনিয়ার সব আজব খেলা।।
আজি কেউ পাদসা হয়ে, দোস্ত লয়ে, রংমহলে করছে খেলা ;
কাল আবার সব হারায়ে, ফকীর হয়ে, সার করেছে গাছের তলা।
আজি কেউ ধনগরিমায়, লোকের মাথায়, মারছে জুতা এরিতলা ;
কাল আবার কোপ্ নী প’রে, টুক্ নী ধরে, কাঁধে ঝোলে ভিক্ষার ঝোলা।
আজ রে যেখানে শহর, কত নহর, বসিয়াছে বাজার মেলা ;
কাল আবার তথায় নদী, নিরবধি, করছে রে তরঙ্গ-খেলা।
কাঙ্গাল কয় পাদ্ সা উজীর, কাঙাল ফকীর, সকলি ভাই ভোজের খেলা ;
মন তুমি যখন যা হও, ঠিক পথে রও, ধর্মকে ক’র না হেলা।