ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

মরণ তোরে ডেকে হরণ
দুহাতে বিষ খা গুলে
ও মন পিঁপিলিকা যখন উড়ে।।

যৌবন পেয়ে অল্পখনা
যা করলি তা তালবাহানা
ইতর পানা জনম ভরে
আর কবে কি হবে তোমার
অসতের সংগ করে
ও মন পিঁপিলিকা যখন উড়ে।।

যেমন ভেড়া ছাগল পথে পথে
মুখ লাগায় সব পরের খেতে
তারে গৃহস্তে দাবর মারে
তেমন পশুর মত বুদ্ধিহত
স্বভাব যায় না মাইর খেলে
ও মন পিঁপিলিকা যখন উড়ে।।

তোরে মজাইয়া খাইল যারা
মনরে জিগা কারা তারা
ওরা পিরিতের বাহার মারে
তোর সাত রাজার ধন
মানিক রতন
লুটেরা খায় লুট করে
ও মন পিঁপিলিকা যখন উড়ে।।

যতদিন থাকবা সুখে
ততদিন কাঁদবা দুঃখে
মুখেতে বিলাপ করে
মাতাল রাজ্জাকে কয় কোরআনের
কথা শোন মমতা কই তোরে
ও মন পিঁপিলিকা যখন উড়ে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!