দেওয়ানা করে দে
মাস্তানা করে দে
পাগল করে দে
দেরে খাজা দে আমারে
পাগল করে দে।।
শাহানশা আজমিরে শয়ানে
প্রেম দিয়া জগৎ ভাসালে
ফকির সাধু জজবা হাতে
জিকির করতেছে
দেরে খাজা দে আমারে
পাগল করে দে।।
তুমি যার হও কাণ্ডারি
পাড় করে লও ভাঙ্গা তরী
কুতুবুদ্দিন বকতিয়ারী
পার হহয়া গেছে
দেরে খাজা দে আমারে
পাগল করে দে।।
তোমার নামের দোহাই দিয়া
নিজাম যায় আউলিয়া হইয়া
মরা গাছে ফুল ফুটাইয়া
ধন্য হইয়াছে
দেরে খাজা দে আমারে
পাগল করে দে।।
খাজা তুমি হও দয়াবান
তোমার অফুরন্ত ভাণ্ডারের দান
কাঙ্গাল বেশে রাজ্জাক দেওয়ান
হাত উঠাইয়াছে
দেরে খাজা দে আমারে
পাগল করে দে।।