ওরে মানুষ, দেখবি যদি ভগবান।
ছেড়ে দে তোর হিংসা বৃত্তি
ঐতো বিঘ্ন অতি প্রধান।।
ছেড়েদে তোর ভিন্ন বেধ
দেখনা শাস্ত্র দেখনা বেদ,
বাইবেল কোরান নয়রে প্রভেদ
শোনরে হিন্দু শোন মুসলমান।।
ভিন্ন নয়রে আল্লা-হরি
শোনরে ফকির ব্রহ্মচারী,
দেখতে তাঁরে হয়না দেরি
সপেদে তোর হৃদয় প্রাণ।।
কিবা মসজিদ কিবা মন্দির
সাতটি ফোটা যেমন বন্দি,
বাইরে আয়রে দেখরে সন্ধি
উড়ছে নিশান বিশ্বখান।।
ভবা পাগলা কইবে কত
সবাইর পদে হয় সে নত,
দেখনা ভেবে শত শত
আসা যাওয়া একই সমান।।