দেখবে যদি তোরা আয়
রং বে রঙের ফুল ফুটেছে প্রেমের বাগিচায়।।
ডাইনে আল্লা বামে রাসুল, মাঝখানে ফুটেছে ফুল
সেই ফুলেতে দিবা নিশি গুঞ্জরে প্রাণ-ভোমরায়।।
লাহুত-মালকুতের ঘরে নাছুত-জব্ রুত পরে
চার ফেরেস্তা বিরাজ করে ছিয়া-ছফেদ-লাল জরদায়।।
গলার মধ্যে পুলছেরাত,বাঁকা নদী আবে-হায়াত
পার হণে সেই জল প্রপাত অমর হবে দুনিয়ায়।।
হও যদি বাগানের মালী লওগে রে কলঙ্কের ডালি
জাণাল উদ্দীন ঘুরছে খালি চোখ-বান্ধা বলদের প্রায়।।