(আমি ভুলি তারে কেমন করে-এই সুর)
দেখব বলে যারে, আসা যাওয়া ভবে বারে বারে,
দেখেছিলাম তাঁর শ্রীচরণ, দেখার মত হল নারে।
উজ্জ্বল রতন পেয়ে, অন্ধ দেখ হাত বুলিয়ে, দৃষ্টি ভ্রষ্টাচারে,
নষ্ট ভ্রষ্টাচারী আমি ভ্রান্ত পাপ অন্ধকারে।
জীবের প্রতি কৃপা করে, পূর্ণাদেবীর উদরে, যশোমন্তের ঘরে,
উদয় হরি ধরা ধন্য, পেয়ে দেখা পেলাম নারে।
সুধন্যের এ আকিঞ্চন, হয় না যেন নিবারণ, আশা বারে বারে,
ওড়াকান্দি শান্তিধামে দেখতে শান্তি কান্তরে।
…………………………………………………………………..
শ্রীসুধন্য কুমার ঠাকুর