(তাল-ঠুংরী)
দেখলেম বিনোদ বিনোদ মাখা ও বিনোদিনী
করে বিনোদ বাঁশি, বিনোদ হাসি, বিনোদ বিনোদ চাহনি।
বিনোদ হস্ত, বিনোদ বক্ষ, বিনোদ পদ কক্ষ, বিনোদ মুখখানি।
দেখে বিনোদ উরু, বিনোদ ভুরু, ভোলে বিনোদ রমণী।
বিনোদ নয়ন, বিনোদ চরণ, বিনোদ বয়ান, বিনোদ বরণ, বিনোদ তার ধ্বনি
অতি বিনোদ ভঙ্গী, বিনোদ অঙ্গী, দেখসে বিনোদ রঙ্গিণী।।
বিনোদ ধনী আরাধনা, বিনোদ চক্ষে বিনোদ ধারা, ঠিক সুরধনী
মত্ত বিনোদ, নামে বিনোদ, প্রেমের বিনোদ, বিনোদ গাঁথনী।।
মিল-তাল-ঢিমে তেওট
দেখে বিনোদের মুখ বিদরিয়া যায় বুক
হরির দুর্দশা দূরে যাবে কত দিনে।।