আমি সুন্দরবনে দেখে এলাম রে সুন্দরী এক মেয়ে
আছে এলো চুলে সাগরকূলে অপলক নয়নে চেয়ে।।
ফাগুন মাখা সবুজ রঙ্গে অঙ্গের অলংকার
একাকিনী দাঁড়িয়ে আছে সঙ্গে নাই কেউ তার;
তার নীরব এই গোপন অভিসার
যেন কার ইশারা পেলে।।
কর্ণে তাহার দুলিতেছে কেওড়া ফুলের দুল
নাসিকার ব্যসাতি তাহার বনলতার ফুল
তার রূপের ছটায় সাগরের কূল
বনভূমি গেছে ছেয়ে।।
রাঙিয়ে ওঠে ভোরের সুরয পূরবের অঙ্গে
হাসি খেলায় আবির ছড়ায় সাগরতরঙ্গে;
কতো ঢেউয়ের নাচন রক্ত রঙে
চলে কালোগীতি গেয়ে।।
বেলা ভূমি সাজায় কন্যা চিত্র আলপনায়
বিধাতা বিমুগ্ধ যেন শিল্পীর শিল্পনায়;
ইহা বলা চলে না কল্পনায়
দেখ সাগর স্নানে যেয়ে।।
সুন্দরী মেয়ের রূপরাশি জাগিলে মনে
পাগল বিজয় বলে, মন মানে না গৃহ বন্ধনে
আমি ছুটে চলি সুন্দর বনে
মানস তরী খানি বেয়ে।।