তোরা আউগাইয়া দে সাধু ভাই
আমি দেশের মানুষ
দেশে চলে যাই।।
রূপের নেশায় পুতুল খেলায়-রে মন
মেতে ছিল যারা
আমায় দেখে দূরে থাকে
কথা কয়না তারা
আমি দৌড়াইয়া রঙ্গের ঘোড়া
দেহ করলাম মাটি ছাই
আমি দেশের মানুষ
দেশে চলে যাই।।
চৌদ্দ পোয়া জমি ছিল রে মন
খাইলাম বসেবসে
আমি তার কাছে হইয়াছি দূষি
কিছু কুকুর বিড়াল পুষি
জমি খোয়া গেছে আপন দোষে
এখন আছে বলতে কিছু নাই
আমি দেশের মানুষ
দেশে চলে যাই।।
মাতাপিতা লোভী আমার
সেই জ্বালাতে মরি
তার উপরে ছয় বাটপারে
মাথায় দিছে বারি
এখন শব্দ করে কানতে নারি
থাকি চোরের বাড়ি ঘর জামাই
আমি দেশের মানুষ
দেশে চলে যাই।।
মাতাল রাজ্জাকে কয় বেলা গেল রে
আমার কাল আঁধারে ছাইয়া
অনেক দূরে যেতে হবে
অজানা পথ দিয়া
তুমি পথ দেখাও ঐ বাঁশি দিয়া
আমি হাত তুলিয়া ডাকছি তাই
আমি দেশের মানুষ
দেশে চলে যাই।।