বিশ্ব বিজ্ঞান কোরান পাইয়া
দেশে দেশে ভিক্ষা করে
স্বভাব দোষে মরে বাঙ্গাল
স্বভাব দোষে মরে।।
ভাই – রে ভাই
কোরান মোদের জ্ঞানের ভাণ্ডার
এই জ্ঞান করিয়া সঞ্চার
মনি ঋষি পীর সন্ন্যাসী
ওলিয়াল্লা বলি যারে
মর্ম জেনে কর্ম সারে
বিজ্ঞান বলি তারে
সূরা কামার ব্যাখ্যা করে
মানুষ যায় চাঁদের ওপর
স্বভাব দোষে মরে বাঙ্গাল
স্বভাব দোষে মরে।।
মনো – রে
কোরান মোদের ধর্ম বাণী
না বুঝে কোরানের মানে
এই কোরান পড়ে যখনি
হাসি পায় অন্তরে
আরো বেশি পায়রে হাসি
যখন সামিয়ানা খতম পড়ে
তারা মূলের গোড়ায় ভুল করিয়া
হাফিজি হুজুর নামটি ধরে
স্বভাব দোষে মরে বাঙ্গাল
স্বভাব দোষে মরে।।
মনো – রে
মুরুর্খ আলীম বাঙ্গালীরা
বাংলা বোঝেনা ওরা
শিক্ষা বইছে আরবী পড়া
মুরুর্খতার জোরে,
তারা নেক কামাইলো
পয়সা পাইলো
খাইলো পরের ঘরে
ওরা ইসলামের ই দোহাই দিয়া
লাখে লাখে মানুষ মারে
স্বভাব দোষে মরে বাঙ্গাল
স্বভাব দোষে মরে।।
মনো – রে
ও বাঙ্গালী হওরে সাবধান
যদি হও সত্য মুসলমান
আলেম বেশে শত জালেম
কলি অবতারে
মাতাল রাজ্জাক বলে
পাও দিওনা কেউ
শয়তানের খপ্পরে
তবে একূল সেকূল
দু কূল খাবি
বলছে আল্লাহ পরোয়ারে
স্বভাব দোষে মরে বাঙ্গাল
স্বভাব দোষে মরে
বিশ্ব বিজ্ঞান কোরান পাইয়া
দেশে দেশে ভিক্ষা করে
স্বভাব দোষে মরে বাঙ্গাল
স্বভাব দোষে মরে।।