(তাল-ঠুংরী)
আমার দেহখানি গুণমণি গড়িয়ে সে কোথা গেল।
আমার আঠার মোকামের পাশে,
কে কোন খানে থাকে বল।।
১। আমার দেহের খবর বল সাধু ভাই,
দেহের মালিক কোথায় থাকে, তারে কেমনেতে পাই।
হয় তার কি আকৃতি, রূপের জ্যোতি,
কোথায় তার বসতি বল।।
২। দেহে আট কোঠরা নয় দরজা হয়,
কোনখানেতে মহাশক্তির বসতি আশ্রয়।
বল নয় দরজায় কে কে থাকে,
জীবাত্মার স্থান কোথা বল।।
৩। ব্রহ্মা বিষ্ণু থাকে কোথা,
দয়া করে বল সাধু সেই সব বারতা।
বল হাকিনী কোন খানে থঅকে, শুনিবার বাসনা হল।।
৪। ভাবি আমি নিশি দিনে,
মানব দুর্লভ জনম গেল, তত্ত্ব বিহনে।
হরি গোসাইর দয়া বিনে, দীনার সাধন না হইল।।
……………………………..
তত্ত্ব গীতি
রাগিনী-অরুণভেরি