সহজে খালেক নবী।
দেহের মধ্যে চৌদ্দ ভুবন, বানাইল কলের ছবি।।
ভব ভাবে ভাবের ঘোরে, ঘোর সাগরে অন্ধকারে
চারিদিকে মায়ার প্রাচীর, প্রেম রতন সহে না বাজি।।
লাহুতে কার স্থিতি, মালকুতেতে তার বসতি
জলে-স্থলে শশীর কিরণ, মালকুতেতে রয় রবি।।
নৈরাকার হয়ে বারী, বারি বিছে থাকেন বারী,
ফেরকার সকল তারি, কার ভাবে হবি ভাবি।।
ফকির চাঁদ দরবেশ বলে, ‘বাঁধা আছি ভূ-মণ্ডলে
কাটা রে মনের কলি, তবে হবি ভাবের ভাবি।।’