(তাল – ঠুংরী)
দেহ পবিত্রময় হলে হৃদয়, সেই দেহে হয় ভাবের উদয়।
অপবিত্র দেহ হলে, তার দেখলে মহাভাব লুকায়।।
ভাবগ্রাহি জনার্দ্দন, ভাবুক জনে কয়,
ভাবের ভাবুক যারা, জানে তারা,
ভাব ছাড়া হরি নাহি রয়, ইহা সাধু শান্ত্রে কয়।।
সদানন্দ হরি আমার ভাবুকের হৃদয়,
যোগী হৃদয় নচ নচ বৈকুণ্ঠ আলয়, হরি ভক্তের কাছে রয়।।
ভাবিলে ভাবুকের দেহে কত ভাব উদয়,
ভাব যোগ্য দেহ হলে, শেষে হরিচাঁদকে পাওয়া যায় ইহা কভু মিথ্যা নয়।।
ভাবের পাগল, প্রেমে বিভোল, আনন্দ হৃদয়,
ও সে প্রেমানন্দে সাঁতার খেলে, ধুলায় গড়ি যায়, কত কেঁদে বুক ভাসায়।।
প্রেমের পাগল মহানন্দ প্রেমধন বিলায়,
জগৎ ভরি পেল সে প্রেম, একবিন্দু অশ্বিনী না পায়, ও তার কঠিন হৃদয়।।