দেহ মেদ যজ্ঞ যে করে
যজ্ঞের শ্রেষ্ঠ যজ্ঞ, দেহ রতি জারণ করে।।
বসুতে গৃহেতে মিলন, জানে সে রতি বিশ্লেষণ
জীবাত্মা অনিত্য দাহন, রতি গাঢ় হয় ভিয়ান দ্বারে।।
অনলে ঘৃত আহুতি, খেলে তাহে পঞ্চ জ্যোতি
আত্ম স্মৃতি হয় বিস্তৃতি, পুরুষ প্রকৃতি জ্ঞান হরে।।
জীবনে মরণ পারা, সহজে অধর ধরা
প্রেম উম্মাদে মাতোয়ারা, অষ্ট সাত্ত্বিক হয় শরীরে।।
লালন সা কয় গোপীভজন, দেহ যজ্ঞ হয় নিরূপণ
রসিকের হয় উদ্দীপন, দুদ্দু ভূতের যজ্ঞ করে ফেরে।।