দেহ রাজ্য থুইয়ারে তুই হইলে আজ দীন ভিখারি
কর আদায় তহসিল নিল দুষ্টগণে ব্যাভিচারী।।
মায়া মদ অহংকারে সদা রইলে তুই মত্ত
এইভবেতে যাওয়ার পথে ছলনায় রাজত্ব
ঘরে থুইয়া পরমার্থ ঘুরতে ঘুরতে দেশান্তরি।।
গোবিন্দ হাতে রয় আর বাহুতে বলরাম
জগন্নাথে সহস্র দল লইয়া চালায় কাম
না লইয়া মালিকের নাম জীবন-নদে ধরলিরে পাড়ি।।
নাভিতে নারায়ণ রহে লিঙ্গেতে শিব থাকে
গুহ্যমূলে কুন্ডলিনী গেল ঘুরে ফাঁকে
শক্তি লইয়া যারা ডাতে কেটে যায় তার মায়াবেড়ি।।
পরব্রম্ম নামেতে যিনি ব্যাপিয়া সংসার
মন রাজার উপরেতে রাখছে অধিকার
চিনগে জালাল স্বদেশ তোমার এই দেশের মায়া ছাড়ি।।