দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি,
আমি নেমকহারাম নই শঙ্করী।
পদরত্নভান্ডার সবাই লুটে
ইহা আমি সইতে নারি,
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
ভাঁড়ার জিম্মা যার কাছে মা
সে যে ভোলা ত্রিপুরারি,
শিব-আশুতোষ স্বভাবদাতা
তবু জিম্মা রাখো তারই,
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
অর্ধ-অঙ্গ জায়গির মা
তবু শিবের মাইনে ভারি
আমি বিনা মাইনের চাকর
কেবল চরণধূলার অধিকারী
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
প্রসাদ বলে – এমন পদের
বালাই লয়ে আমি মরি,
ও পদের মত পদ পাই তো
সে পদ লয়ে বিপদ সারি
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
[শ্যামা সংগীত]