রই-রে লুকাইয়া কতো রই
দোটানা পিরিতের জ্বালা
কেমন কইরা সই।।
সই-লো সই
আদর কইরা খাওয়াইলাম যারে
গামছা বাঁধা দই
ছেড়ে গেছে মনের মানুষ
তারে পাব কই
দোটানা পিরিতের জ্বালা
কেমন কইরা সই।।
আশা দিয়া বুকে নিয়া
বন্ধু খাওয়াইল দই
চ্যাং দিয়া গাছে চড়াইয়া
কাইরা নিল মই
দোটানা পিরিতের জ্বালা
কেমন কইরা সই।।
জৈষ্ঠ গেল আষাঢ় এলো
জল করে থৈ-থৈ
কারে লইয়া খেলব আমি
তা থৈ – থৈ
দোটানা পিরিতের জ্বালা
কেমন কইরা সই।।
আমি আর কতকাল থাকব বন্ধুর
হাতের খেলনা হই
মাতাল রাজ্জাকে কয় জ্বলছে আগুন
ধান দিলে হয় খই
দোটানা পিরিতের জ্বালা
কেমন কইরা সই।।