আমার বুকে যে আগুন গো ললিতা সখী।
তোমরা তার ভেদ কেউ জানো না
আমার কেউ দোষ দিও না।।
আমি দাসী কুল বিনাশীর এই সে ভাবনা
ওরে পিরীত করি ছাড়িয়া গেল হায় গো ললিতা সখী
ফিরিয়া সে আর আইলো না।।
ভাসাইয়া প্রেম সায়রে ফিরিয়া চাইলো না
ওরে ডুবিয়া যদি মরি আমি গো হায়গো ললিতা সখী
রইবো দুঃখ চরণ পাইলাম না।।
জিতে মরা জ্ঞান হারা হইলাম না দেওয়ানা
ওরে জগতে কলঙ্কী হইলাম গো হায়গো ললিতা সখী
তবু বন্ধের দয়া হইল না।।
পাগল আরকুম বলে প্রাণ না দিলে মাসুক মিলে না
ওরে পার যারা ধর তারা গো হায় গো ললিতা সখী
মুই দাসীর আশা পুরলো না।।