(তাল – একতালা)
দয়াময় দীনবন্ধু হরি;
কত দয়া করছ দয়ার বলিহারী।
তুমি আমার লাগিয়া হে,
ক্ষুধার অন্ন হয়ে, পিপাসা হলে পিয়াও বারি।।
কত সুমিষ্ট সুপক্ক হে,
ফল লক্ষ লক্ষ, আমা লাগি রাখছ বৃক্ষোপরি।
কত চিনি সন্দেশ মিঠা, পায়স অন্ন পিঠা,
খাওয়াইতেছ আমায় অখিল পুরি।।
তুমি আমার কারণে হে,
বিবিধ বসনে শয়নে দিতেছ শয্যা করি।
আমি যখন ঘুমে থাকি, মুদে দুট আঁখি,
তুমি এস তখন হও প্রহরী।।
কত বিদ্যা বুদ্ধি দানে হে,
সর্ব্বত্র সম্মানে, করেছ আমায় মান্য মান ভারি,
আমায় দাসদাসী দিয়ে, গোঁসাইজি বানায়ে;
করে দিলে তায় আজ্ঞাকারী।।
তুমি আমারে তুষিতে হে,
সুখ শান্তি দিতে, দিয়েছ দারা কুমার কুমারী।
দিলে ঘর বাড়ী জমি, সুখের নাইক কমি,
অশেষ সুখ ভুঞ্জালে হরি।।
দয়াল মহানন্দ বলে হে;
প্রেমানন্দ মিলে অনুরাগী হলে ফকিরি,
গোঁসাই তারকচন্দ্র সুধায়, অশ্বিনী তুই সদায়,
হরি বলে হে প্রেমভিখারী।।