দয়াময় যেন হয়োনা নির্দয়
সর্বজীবে সমদয়া, দয়া জগৎময়।।
বারংবার এই ভবে আসা হয়
জগৎ ঈশ্বর নাম কেবা রাখিল তোমার, পাপী যদি না জন্মাত
ভবে তোমায় কে আনিত
নিত্য ছেড়ে অনিত্যরূপ কেবল পাপীর দায়।।
প্রভু আমার এ পাষণ্ডমতি, না নিয়ে কার মনের মতি,
কুমতি মোর সদা সর্বদায়, জানিনা কার মতি নিলে মতি প্রাপ্ত হয়,
পূর্বে যদি থাকতো মতি তবে কি হতাম দুর্গতি,
পাপ মতির প্রতি তব মতি রয়।
কর্মে যাহার আছে ভাল, তারে কি আর যেন করবে ভাল
মন্দের ভাল করলে ভাল হয়, মম মতি নহে ভাল
নিজ গুণে কর ভাল, তবে তোমায় জানি ভাল, মফিজদ্দী কয়।।