(রাগিণী পিলু-তার ঝাঁপতাল)
দয়াময় রূপে হৃদি, আলো কর নিশি দিবা।
না চাই অন্য রূপ কিছু, না চাই অন্য দেবী দেবা।।
যা আছে সর্ব্বস্ব দিয়ে, পূজিতে বল দাও হৃদয়ে,
আজীবন ভরি শুধু, করিতে শ্রীপদ সেবা।।
যত অকথিত কথা, অগীত সঙ্গীত গাঁথা,
প্রাণের লুকানো ব্যথা, তুমি বিনে জানে কেবা।।
কলুষিত পাপভার, তুমি বিনে কেবা আর-
মুছায়ে দিবে আমার, এত দোষ সয়ে বাবা।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত