আমি এতো দিনে জেনেছি দয়াল আমার গৌরবের নাই কিছু
হয়ে তুমি সবার পরিচালক চালাও পিছু পিছু।।
খামার জমি আমার বলে
মায়াফাঁসি পরলেম গলে-
কাজ করেছি গায়ের বলে কথা বলে উঁচু
আমিা কৃষ্ণবৃক্ষের তলায় বসে শুধু কুড়ায়েছি লিচু।।
আগে মনে করতাম এই ভাবনা
কারো কাছে কিছু চাবো না-
শেষে দেখি হলাম দেনা শোধ দেবার নাই কিছু
আমি পাওয়ার নেশায় পথ ভুলেছি দেওয়ার বেলায় পিছু।।
করেছি জ্ঞানের গরিমা
ভুলিয়ে তোমার মহিমা-
ভাবতাম আমার দৃষ্টি সীমা তারপরে নাই কিছু
এখন তোমার সভায় আমার আসন দেখি সবার চেয়ে নিচু।।
তুমি প্রভু অন্তর্যামী
নিখিল হৃদয় স্বামী-
পাগল বিজয় বলে আমার আমি তোমার কোলের শিশু
আমাকে দংশিয়ে মারে আমার অহমিকার কিছু।।