(তাল-ঠুংরী)
দয়াল গুরুচাঁদ রে আমি কি করিতে যাব মম দেশে।
ঐ সব সকল অসার মায়ার সংসার, শৈলেম্ সে বিষয় বিষে।।
১। পেয়েছি মন চোরা হরি, মনে বড় আশা ভারি।
আমি আসন দিব হৃদয় পুরি, রাখব হৃদি আকাশে।।
২। বহুদিন পর দিয়ে দেখা, ছেড়ে যায় আজ প্রাণ সখা
আমি কেম্নে রাখি বাকা সখা , ভাবিতেছি তাই বসে।।
৩। চিরদিনের দাসী হয়ে, আছি যার ভরসায় চেয়ে,
সে যদি যায় নিদয় হয়ে, দেহ রাখি কার আশে।
৪। দীনবন্ধু দুঃখে বলে, এই কি ছিল মোর কপালে।
(আমি) হরি গোসাইর চরণ ভুলে, মত্ত রলেম কু-রসে।।
……………………………..
লোকশিক্ষা
রাগিনী-ফকিরি ধাওর্য়া