দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে
বিপদভঞ্জন মধুসূদন নামটি মূলাধার রে।।
মনরে তোর পায়ে চানবদনে বল হরি রে
ও তোর সাধনের ধন হইল চুরি কারবায় রইলায় চাইয়ারে।।
ভাইবন্ধু পরিবার কেঅ তো সঙ্গে যাবে না আর রে
মরিলে মমতা নাইরে কইরা গিরের বার রে।।
স্ত্রী হইল পায়ের বেড়ি পুত্র হইল কাল রে
ছাড়াইতে না পারি এই ভবের জঞ্জাল রে।।
ভাইবে রাধারমণ বলে মানবজনম যায় বিফলে রে
শমনতরী ঘাটে বাধা নিকটে নিদান রে।।