দয়াল বিনে বন্ধু কেহ নাই এ সংসার
দয়াল বন্ধু কৃপা সিন্ধু বিপদভঞ্জন মূলাধার।।
ভাই বন্ধু পরিবার কেবা সঙ্গে যায় কার
মরিলে মমতা নাই ত্বরায় করে ঘরের বার।।
মনেতে মিনতি করি চান বদনে বল হরি
সাধনের ধন হইল চুরি কার পানেতে চাই আছে।।
ভাইবে রাধারমণ বলে মানব জনম যায় বিফলে
ঘাটে বান্ধা শমনতরী নাই আশা তরিবার।।