দয়াল ভান্ডারী মোরে ত্বরায়ে নিও।
চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও।।
তোয়ার যত পাগল দলে, কবরে ফেরেস্তা গেলে
দয়া করে গোর ছোয়ালে সঙ্গে থাকিও।।
হজ্ব রোজা কলমা আর নামাজ যাকাত সার,
এই পাঁচ কাজে দাসগণে মশগুল রাখিও।।
বরজকে নামাজ পড়ায়ে নজরানা যাকাত দিয়ে,
কদম কাবায় হজ্ব করায়ে হাজী সাজায়ো।।
দুনিয়ার লালসা হইতে রোজা রেখে ভাল মতে,
তোমার অমৃতময় তবরুকেতে ইস্তার করাইও।।
দমে দমে তোমার নাম রমেশে কহে কলমার কাম,
জান্নাত কি জাহান্নাম, তুমি করিও।।