আমায় বলতে কি দিয়াছ মোরে,
দয়াল মওলারে।।
ও মওলারে,
অতি আপন আমার প্রাণ
সেও দেখি তোমার দান,
তুমি নিবে কেউ রাখিতে নারে।
ভাই বন্ধু দিয়াছ যত আমার আমার করি কত,
আমার প্রাণটা গেলে মাঠির নিচে গাঁড়ে।
দয়াল মওলারে, আমায় বলতে কি দিয়াছ মোরে।।
ও মওলারে,
কোথায় ঘর কোথায় বাড়ি
কোন জায়গায় বসতি করি,
ভবের মায়ায় বান্দিল আমারে।
আমি কোথায় যাইব নাই ঠিকানা আইল যারা কেউ রইল না,
আমার আছে যে জন চিনলাম না তো তারে।
দয়াল মওলারে,আমায় বলতে কি দিয়াছ মোরে।।
ও মওলারে,
কি বলিব আমি আর
আমি যদি নই আমার,
এই জগতে বিশ্বাস করি কারে।
ফুরাই আমার গনার দিন
আমিত রইলাম অচিন,
চিনিতে কই দিলে গফুর হালীরে।
দয়াল মওলারে, আমায় বলতে কি দিয়াছ মোরে।।