(তাল-ঝাপ)
দয়াল হরিচাঁদ তুমি আমায়, ঘরের বাহির করলারে হরিচাঁদ।
করে দেশান্তরী দীন ভিখারী রে এখন আমায় কেনে দিলে বাদ।।
১। এক দিন রূপ দেখালে মোরে, প্রাণ তো ফিরে যায় না ঘরে।
আমি সেইরূপ আর দেখলেম না ফিরে,
আমি ধরব বলে রূপের চাঁদ।।
২। রূপ দেখায়ে পাগল করে,
কোথা গেলে আমায় ছেড়ে।
আমি বাঁচিনা আর ঐ রূপ বিনেরে,
মোরে কর রূপের আত্মসাত।।
৩। রূপের ঘরে দিলে আখি, অন্য দিকে ধায় মন পাখী।
আমি কেমন করে সে রূপ রাখিরে,
ক্ষামার মন প্রাণ ধরে কু পথ।।
৪। দেশে বিদেশে বেড়াইর ঘুর, করলে সে রূপের ভিখারী,
দীনা রয় আকক্সক্ষায়, ঐ রূপ সদায় রে,
দেখলে ঘুচে আমার কর্ম্মফাঁদ।।
……………………………….
বিচ্ছেদ
রাগিনী-ভেন্ডিল কাহিনী