(তাল – ঠুংরি)
দয়াল হরি হে – আমি ডাকি অসীম কাতরে।
হরি মনোবাঞ্ছা কর পূরণ, এই আকিঞ্চন মোর অন্তরে।।
১। এই বাসনা মনে ভারি, তোমায় যেন ডাকতে পারি।
আমায় জম্মে জন্মে কৃপা করি, রেখ কৃপা সাগরে।।
যা ইচ্ছা তাই কর হরি, তাতে চিন্তা নাহি করি।
আমার কাটে যেন মায়া বেড়ী, পাপ ঘুচায়ে নেও আমারে।
৩। দুঃখ যত অবিরত, দেও হে দুঃখ, মনের মত।
(তোমার) চরণ সেবার যোগ্য মত, করে রেখ আমারে।।
৪। তুমি যে পাতকীর বন্ধু, তরাও আমায় ভবসিন্ধু।
দেহ অন্তিম কালে কৃপাসিন্ধু, চরণে স্থান দেও আমারে।।
৫। অধম দীনার এই আকিঞ্চন, কুকর্ম্মে হয়েছি পতন।
হরি কর আমার পাপ বিমোচন,
শ্রীচরণ দেও হৃদ মাঝারে।।
…………………………
রাগীনি – কেলেংরাণী