(তাল – একতালা)
দয়া করি এস হরি দয়াময়।
প্রিয় ভক্তের সঙ্গে, রসে রঙ্গে, এস হৃদি আঙ্গিনায়।।
এই বাসনা রাত্রি দিনে, বসায়ে আঙ্গিনে,
শ্রদ্ধারস, সচন্দন, দিব ঐ চরণে,
তাই বা হবে কেন, নাহি মম ভক্তি ধন,
মনে মম এই সাধ, কমলা সেবিত পদ
মনোসাথে হেরিব নয়নে, (হায় গো)
এই বাসনা রাত্রি দিনে প্রাণ সপে দিব ঐ পায়।।
ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে, কীর্ত্তনরূপ হরি,
প্রেমানন্দে, কর কীর্ত্তন, অমি শ্রবণ করি,
প্রেমানন্দে ভাসিব, হাসিব, কাঁদিব,
প্রেম সাগরে অতল নীরে, ডুব দিব বিরাগভাবে;
পুনঃ ফিরে না আসিব, ঘরে (হায় গো)
দেখব ওরূপ নয়ন ভরে, বাসনা মম হৃদয়।।
উচ্চৈঃস্বরে কর কীর্ত্তন, খোল করতাল লয়ে,
আমার মন পাষন্ড, হবে দলন, সে ধ্বনি শুনিয়ে,
শুনে মধুর হরিনাম, পুরাবো মনোষ্কাম;
শুনে হরি সিংহ রব, পলাইবে রিপু সব,
সিংহ ডরে যেন করী ধায়, (হায় গো)
কাম রিপু হবে পরাজয়, কি করবে রবির তনয়।।
হৃদি আকাশ ঈশাণ কোনে, হও এসে উদিত
অনুক্ষণ বরিষণ কর প্রেমামৃত,
মন মতি চকোর, সুধা পিয়ে বিভোর,
পিয়ে মতি চকোর, সুধা পিয়ে বিভোর,
পিয়ে হরি প্রেম সুধা ঘুচাইবে ভব ক্ষুধা,
মায়া হবে বিসর্জন (হায় গো)
দেখিব ও রূপ ভুবন মোহন, মোহন চুড়া হেলবে বায়।।
গোলোকচন্দ্র, তারকচন্দ্র, প্রেমিক মহানন্দ,
অন্তরঙ্গ ভক্ত লয়ে, করে প্রেমানন্দ,
প্রেমানন্দ আসিবে, নিরানন্দ নাশিবে,
কলির কলুষ দাগ, যাবে দশ ইন্দ্র যাগ,
অনুরাগে ছাড়, হুহুঙ্কার (হায় গো)
অশ্বিনী তোর মনের বিকার ঘুচবে শ্রীগুরুর কৃপায়।।