(তাল – রাণেটী)
দয়া করি দয়াল গুরু রেখ আমায় সেবা দাসী।
আমার আর কোন ধন নাই দরদি, কি দিয়া করিব খুশী।।
আমি তব দাসীর যোগ্য নই, (হারে) তবু পোড়া মনে বলে সেবা দাসী হই,
বুঝালে মন বুঝে বা কই, তবু ঐ রূপ ভালবাসি।।
হৃদ কমলে তোমায় বসা’ব, মনে বলে নয়ন জলে চরণ ধোয়াব।।
কেশ দিয়া মোছাইব, এই ভাবনা ভাবি বসি।।
কথায় কথায় বলে অনেক জন, ভষ্ম ফেলতে ভাঙ্গা কুলা করে প্রয়োজন;
আমায় দাসী রেখ তেমনি মতন, সে যোগ্য নই বাঞ্চা বেশী।।
তব দয়া গয়াতে যা’ব কামনা জননী মায়ের শ্রাদ্ধ করিব;
ভ্রান্ত পিতার নামে ন্ডি দিব, হব ও প্রেম তীর্থবাসী।।
হরি চাঁদের মহিমা অপার, তারকচাঁদকে জামিন রেখ অশ্বিনী বর্বর;
তবে গুরুচাঁদ তাই করবেন স্বীকার, মন তুমি যার অভিলাষী।