(তাল-ঝাপ)
দয়া করে বল সাধু ভাই
আমি প্রেমিক গুরু কোথা পাই প্রেমিক গুরু চিনব কেমনে।
কি তার রতি মতি, ভাবের গতি হে
বল বসত করে কোন খানে।।
১। কি প্রকারে যাবে জানা, প্রেমিক গুরুর কি নিশানা,
কি আকার তার কি বেশ ভূষনে।
কেমন আঁকি তারা, রূপ চেহারা হে,
তারে ধরিব কি সন্ধানে।।
২। অধর মানুষ যে ধরেছে, যাব আমি তারি কাছে,
চিনায়ে দেও সেই গুরুধনে।
আমার এই আকিঞ্চন, করব সাধন হে,
সদা থাকিব তাঁর চরনে।।
৩। প্রেমিক গুরুর সহবাসে, থেকে আমি মন উল্লাসে
পূজব তাঁরে অতি যতনে।
আমি পেলে দেখা, সুজন সখা হে, সাধন করিব মন প্রাণে।।
৪। আদিত্যের ঐ সু-আদেশে, হরি গোসাইর কৃপাদেশে,
যাব বলে বাসনা মনে।
ভেবে দীনা বলে, চরণ তলে হে, রব এ দেহ সমর্পণে।।
……………………………..
তত্ত্ব গীতি
রাগিনী-উরুশেন