(রাগিণী ঝিঝিট- তাল ঝাঁপতাল)
ধণ্য ধণ্য “দয়াময় নাম” শ্রী আনন্দ অবতার।
সর্ব্বধর্ম্ম সমন্বয়ে, জীবন্মুক্তি এল দ্বারে।
অন্য যত অবতারে,
কাহারে কাহারে তারে,
ধন্য দয়াল অবতার, যারে, তারে, তারে তারে।
পড়িয়ে ভবপাথারে,
হেলায়ে ডাকিলে তাঁরে,
মিলয়ে মমতা করে, ত্বরায়ে তারিতে তারে।
যে ভাবে যে ভাবে তাঁরে,
সে ভাবে সে পাবে তাঁরে,
কেঁহ যারে নাহি তারে, সে তাহারে তারে তারে।
মোহ মৃত্যু ব্যাধি ঘোরে,
দয়াময় নামে তারে,
চিদানন্দ-সিন্ধুনীরে, প্রেমানন্দ কেলি করে।
মনোমোহন মন তারে,
নিয়ত ভাবিছে তাঁরে,
অযাচিত হৃদিদ্বারে, করুণা দেখি কাতরে।।
[সর্ব্ব ধর্ম্ম দয়াময় নাম]
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত