ছিল এক সদাগর ধনপতি নাম।
দুই পত্মী তার অতি সুন্দরী সুঠাম।।
খুল্লনা নামেতে স্ত্রী ছিল মনোদু:খে।
সদাগর তাহারে না দেখে ভাল চোখে।।
স্বামী ভালবাসা হেতু খুল্পনার আশ।
বিপত্তারিণী পূজায় করিল প্রয়াস।।
খুল্লানার পূজা কথা সদাগর জানি।
বিচূর্ণ করিল ঘট আসিয়া আপনি।।
ভাঙ্গা ঘট লয়ে শিরে খুল্লানার ব্যাথা।
চক্ষের ধারায় বহি ফুটে কাতরতা।।
কর জোড়ে নতশিরে ডাকিল দুর্গারে।
বারে বারে কাঁদি বলে ক্ষমিতে স্বামীরে।।
এদিকেতে সদাগর যায় বাণিজ্যেতে।
প্রাণ সংশয় হ’ল পথে বিপদেতে।।
বিপত্তারিণী স্মরি খুল্লনার কাতরা।
পাঠাল শ্রীমন্ত পুত্রে উদ্ধারিতে ত্বরা।।