ধনে জনে সংসারে আছি মগন
ও রে দয়াল তোমার লাগি কান্দে কেন মন।
তুমি কি হও আমায় বুঝায়ে দাও গো
জীবনে তো দেখি নাই তুমি কেমন।।
জানি না তোমার পরিচয়
তবু আমার ভিখারি হৃদয়
চাহে তোমার চরণে আশ্রয়;
দেখলাম ভোগের মাঝে রোগেরবিষয় গো
সংসার সুখে সারে না বুকের বেদন।।
যাদের আমি আপন আপন কই
স্বপনের সব খেলার সাথি ওই
অজানা বান্ধব তুমি কই;
কভু পরান জুড়ায় না তোমা বই গো
অজানা কি মানুষের এতো আপন।।
ঘুরে ফিরে সংসারের কাছে
সংসার আমায় যাহা দিয়াছে
ভাবলাম সকল অভাব গিয়াছে;
দেখি সকল পাওয়া এখন বাকি আছে গো
যে পাওয়াতে চাওয়া পাওয়া হয বারণ।।
পশু পাখি কীটপতঙ্গ আর
মানব জনম সকল জনমের সার
এই জন্ম খাটি পথ সাধনার;
পাগল বিজয়ের ভাবনা এবার গো
তারে ছেড়ে বিফল এই মানব জীবন।।